গাজীপুর অফিস: ২৬ ডিসেম্বর তুরাগ তীরে ৭১ কিঃ মিঃ এ এক যোগে মানববন্ধনের প্রস্তুতি বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।
মঙ্গলবার বেলা ১২টায় গাজীপুর প্রেসক্লাবে দূষন দখল ভরাট থেকে তুরাগ বালু বুড়িগঙা বংশী ও শীতলক্ষাকে বাঁচানোর দাবিতে তুরাগ তীরে ২৬ ডিসেম্বর ৭১ কি: মি: ব্যাপী মানববন্ধনের প্রস্তুতি বিষয়ে ওই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সহসভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ড. এ কে এম রিপন আনসারী, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সহসভাপতি আমজাদ হোসেন মুকুল, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, সংগঠনের অর্থ সম্পাদক ও মানববন্ধন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, সংগঠনের গাজীপুর জেলার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাংবাদিক সম্মেলন উপস্থাপনা করেন আয়োজক সংগঠনের গাজীপুর সদর উপজেলার সভাপতি অনন্ত কিশোর বর্মন।