বাংলাদেশের মানুষের গড় আয়ুস্কাল বেড়েছে এক বছরে তিন মাস। আর ৫ বছরে বেড়েছে ৩ বছর। ২০১৩ সালে এই হার ৭০.৪ বছর থেকে ২০১৪ সালে ৭০.৭ বছরে দাড়িয়েছে। অন্যদিকে পুরুষেরা নারীদের চেয়ে বেশি হারে মারা যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য দিয়েছে।
আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিবিএসের এক জরীপ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হযেছে। বিবিএস সচিব কানিজ ফাতেমা অনুস্ঠানে উপস্থিত ছিলেন। বিবিএসের জরীপে বলা হযেছে, গত পাচ বছরে প্রত্যাশিত আয়ুস্কাল গড়ে প্রতি বছরে ০.৬০ বছর হারে বেড়েছে। পুরুষের তুলনায় মহিলাদের গড় আয়ু বেশি বেড়েছে। ৫ বছরে মহিলাদের আয়ু বেড়েছে ২.১০বছর।
২০০২ সালের তুলনায় ২০১৪ সালে নিভরশীলতার হার কমেছে ২৯ শতাংশ। বাংলাদেশের মহিলারা এখনো উচ্চমাত্রায পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। ৮৭.৮ শতাংশ পরিবারের প্রধান হলো পুরুষ। বেড়েছে বয়স্ক শিক্ষার হার। ২০১০ সালের ৫৮.৬ শতাংশ থেকে বেড়ে ২০১৪ সালে ৬১.৪ শতাংশ হয়েছে। গ্রামের চেযে শহরের প্রায ৩০ শতাংশ বেশি শিক্ষিত। শহরের তুলনায় পল্লীতে মৃত্যুর ঝুকি বেশি। তবে মাতৃমৃত্যুহার গত ৫ বছরে সমহারে কমেছে।