পাথরঘাটা (বরগুনা): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবদুল হক (৫০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ফাতরার চর এলাকায় তিনি নিখোঁজ হন।
শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফিরে আসা এফবি মারুফা ট্রলারের মাঝি ইব্রাহিম মিয়া এ তথ্য জানিয়েছেন।
নিখোঁজ জেলে আবদুল হক উপজেলার বড় টেংরা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
মাঝি ইব্রাহিম মিয়া বলেন, বড় টেংরা গ্রামের আব্দুল খালেক চাপরাশির মালিকানাধীন এফবি মারুফা ট্রলারের ১৫ জেলে সাগরে মাছ ধরছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে জাল টানার সময় আবদুল হক ছিটকে সাগরে পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, ফিরে আসা জেলেরা একজন নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়েছে। নিখোঁজ জেলের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।