ঢাকা: যুদ্ধাপরাধীদের বিচারে কালক্ষেপণ ও তাদের আড়াল করায় জামায়াতের পাশাপাশি বিএনপির বিচার চাইলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
একইসঙ্গে পাকিস্তানকে সিমলা চুক্তির শর্ত মেনে ১৯৫ যুদ্ধাপরাধীর বিচারে বাধ্য করতে কূটনৈতিক বা আন্তর্জাতিক আদালতের সহায়তা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ডিআরইউ আয়োজিত ‘স্বজনদের স্মৃতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।