শীতের সবজির দাম কম তাই মূল্যস্ফীতি কমেছে

অর্থ ও বাণিজ্য

 

2015_12_08_16_31_21_m4iSvT5g0Ac0NOCCSdoVto5UrcsFJ8_original

 

 

 

 

 

ঢাকা: পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে চলতি অর্থবছরে নভেম্বর মাসের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ০৫-এ। যা অক্টোবর মাসে ছিল ছিল ৬ দশমিক ৯১।

বুধবার দুপুরে শেরে বাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসিক ভোক্তামূল্য সূচক পরিস্থিতির হার তুলে ধরতে গিয়ে এ তথ্য জানান পরিককল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কমার কারণ, শীতকালীন সবজি সরবরাহ বৃদ্ধি পাওয়া। সাধারণত এসব সবজির দাম কম থাকে। তাই মূল্যস্ফীতিও কম।

তিনি বলেন, ‘এমনিতে যদি কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তাহলে মূল্যস্ফীতি কমই থাকে। চলতি বছরের নভেম্বরেই সবচেয়ে কম মূল্যস্ফীতি দাঁড়িয়েছে।’

চলতি বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ১৭ শতাংশ বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *