স্মার্টফোনে বই পড়বেন যেভাবে

তথ্যপ্রযুক্তি

2015_12_08_19_16_30_bFklhuWMi1KVQPcyCGTEr5WG0RyjzS_original

 

 

 

 

 

ঢাকা: মানুষের যতগুলো ভালো অভ্যাস রয়েছে তার মধ্যে বই পড়া অন্যতম। বই অন্তরের চোখ খুলে দেয়। জ্ঞান আহরণের জন্য বইয়ের কোন বিকল্প নেই। তবে স্মার্টফোনের যুগে হাতে বই নিয়ে ঘোরার সময় খুব কম মানুষেরই মিলে। কিন্তু অবসর সময়ের বেশিরভাগ হয়তো আপনাকে বাইরে কাটাতে হয় অথবা বিছানায়। যদি আপনার মোবাইল দেয় আপনাকে বই পড়ার স্বাদ, তাহলে আর বই পড়ে সময় কাটাতে বাধা কোথায়? স্মার্ট ফোনে ই-বুক রিডারের অনেকগুলো অ্যাপস রয়েছে। ই-বুক হলো বই এর অনলাইন সংস্করণ। যেখানে হুবহু বইটিকে পাওয়া যাবে মোবাইল পর্দায় অথবা কম্পিউটার স্ক্রিনে। চলুন পরিচিত হই কিছু ই-বুক পড়ার অ্যাপসের সাথে।

এডোব রিডার, আমাজনের কিন্ডল, আলডিকো বুক রিডার, বেটার ওর্য়াল্ড ই-রিডার, কুল রিডার, ই-বুক ড্রয়েড. ফেব্রিক, ইজেড পিডিএফ রিডার ও মুন রিডার ই-বুক রিডার হিসেবে জনপ্রিয়।

এডোব রিডার
বেশিরভাগ অ্যানড্রয়েড ফোনে বিল্ট ইন অ্যাপস হিসেবে এডোব রিডার দেয়া থাকে। এটিতে সাধারণ সব ফিচার বিদ্যমান। তবে কিছু অতিরিক্ত ফিচার এই অ্যাপসে এখনও সংযুক্ত হয়নি।

কিন্ডল 
অ্যামাজনের একটি জনপ্রিয় অ্যাপস কিন্ডল। ই-বুক রিডার চালু হওয়ার আগে থেকেই অ্যামাজনের কিন্ডল বই পড়ার জন্য জনপ্রিয়। কিন্ডল ফায়ার রিডারের প্রায় সব সুবিধাই এই অ্যাপ্লিকেশনে মিলবে। বিপুল সংখ্যক বইয়ের পাশাপাশি এতে পাবেন সংবাদপত্র ও ম্যাগাজিন। উল্লেখযোগ্য ফিচারের মধ্যে আছে বিল্ট-ইন ডিকশনারি, গুগল সার্চ এবং উইকিপিডিয়া অ্যাক্সেস।

গুগল বুকস
গুগলের নিজস্ব অ্যাপসও রয়েছে ই-বুক পড়ার জন্য। ৩০ লাখ বই ও রয়েছে তাদের ডেটাবেজে। এতে আছে প্রচুর স্বত্ববিহীন বই যা বিনামূল্যে নামিয়ে পড়া যায়।

কোবো
যদি আপনি বিনামূল্যে বই পড়তে চান তবে কোবো হবে আপনার প্রথম পছন্দ। প্রায় ১০ লাখের বেশি বই বিক্রি করলেও এদের বিনামূল্যে দেয়া বইয়ের সংখ্যা ১৮ লাখের উপর। এই অ্যাপসে রিডিং লাইফ নামে একটি ফিচার আছে যা আপনার বই পড়ার উপাত্ত রাখবে এবং তা সামাজিক মিডিয়াতে (যেমন ফেইসবুকে) প্রচার করা যাবে। উল্লেখযোগ্য উক্তি বা বই থেকে উদ্ধৃতি সহজেই ফেইসবুক স্ট্যাটাসে শেয়ার করা যায়। রয়েছে বুক সেল্ফের মতো বই সাজানোর সুবিধা।
মাই বুক শেলফ

এখানে shelf এর মত প্রতিটি বই সাজানো থাকে কভার পেজ সহ। এখানে প্রতিটি চ্যাপ্টারের সুচী থাকে, যেকোনোটিতে ক্লিক করলে সরাসরি ঐ চ্যাপ্টারে চলে যাওয়া যায়। রয়েছে সূচিপত্র। রয়েছে রিড করারও সুবিধা। আপনার মোবাইলে যদি টেক্সট টু স্পিচ বা টিটিএস অপশন থাকে, তাহলে আপনি না পড়েও শুনতে পারবেন আপনার বই।

প্লে স্টোর থেকে অ্যাপসগুলো ইনস্টলকরার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে প্লে স্টোরে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে উপরের অ্যাপসগুলোর নাম লিখে সার্চ দিলেই অ্যাপসগুলো দেখাবে। যেই অ্যাপসটা আপনার পছন্দ হবে সেখানে টাচ করে ইনস্টল করলেই আনন্দে পড়তে পারবেন যে কোনো ই-বুক।

শুরু হোক বই পড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *