সন্ত্রাসীর প্রজননক্ষেত্র জামায়াতে ইসলামী

Slider জাতীয়

 

2015_12_07_14_27_43_zxvY2MtfU4utVWMgDVjv563UfiIgwe_original

 

 

 

 

ঢাকা: জামায়াতে ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীর ‘উর্বর প্রজননক্ষেত্র’ বলে মন্তব্য করেছেন শোকালিয়া ঈদগাহের ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামা’র চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।

তিনি বলেন, ‘জেএমবি, আনসারুল্লাহ বাংলাটিমসহ সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম এদের (জামায়াতে ইসলামী) উদর থেকে। সন্ত্রাসকে রুখতে হলে এদের নিষিদ্ধ করা এবং এদের প্রাণভোমরা আর্থিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে জনগণের মালিকানায় আনা ছাড়া বিকল্প নেই।’

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির আইএস ও জামায়াত-শিবির এবং তাদের দোসরদের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও যুদ্ধাপরাধীদের বিচারে ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

জাতিকে দায়মুক্ত করার জন্য যুদ্ধরাধীদের বিচারের যে কার্যক্রম চলছে সে জন্য সরকারকে সাধুবাদ জানিয়ে মাওলানা মাসউদ বলেন, ‘কয়েকজন যুদ্ধাপরাধীর রায় কার্যকরের প্রেক্ষিতে পাকিস্তান যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতেই প্রমাণিত হয় জামায়াতে ইসলামী নামক সন্ত্রাসী দলটি মুক্তিযুদ্ধের সময় যেমন পাকিস্তানের চর ছিল, এখনও তারা চর হিসেবেই কাজ করে যাচ্ছে।’

বগুড়ার শিয়া মসজিদ ও ফ্রান্সের প্যারিসে হামলার নিন্দা জানিয়ে ফরিদ উদ্দীন মাসউদ বলেন, ‘ইসলামের সঙ্গে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো ধরনের সম্পর্ক নেই।’

ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামিক স্টেটের নামে উগ্রবাদীরা যে হামলা চালাচ্ছে, তা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে। আইএসের মতো দলগুলো ইসলামের অপব্যাখ্যার আশ্রয় নিয়ে সারা পৃথিবীতে অস্থিরতা সৃষ্টি করে চলছে বলে মন্তব্য করে তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়াতুল উলামার সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহীম ক্বাসিমী, ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা দেলওয়ার হুসাইন সাইফী ও সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকসুন,  মাওলানা ইমদাদুল্লাহ ক্বাসিমী প্রমখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *