গাজীপুর: শ্রীপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার মারফত আলীকে (৫০) পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার (০৫ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মারফত আলী প্রহ্লাদপুর গ্রামের বাবু খন্দকারের ছেলে।
ধর্ষণচেষ্টার শিকার শিশুটি স্থানীয় একটি খামারের কর্মচারীর মেয়ে।
শিশুটির বাবারে অভিযোগ, এদিন সকালে তিনি প্রতিদিনের মতো খামারের কাজে ও শিশুটির মা গরুর জন্য ঘাস কাটতে বাইরে যান। এসময় তার বড় ও ছোটমেয়ে ঘরের মধ্যে ছিলো। তার বড় মেয়েও জরুরি কাজে ঘরের বাইরে গেলে সকাল সাড়ে ১০টার দিকে মারফত আলী জোরপূর্বক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে মারফত আলী পালানোর চেষ্টা করেন। ওই সময় তাকে ধরে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, ওই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।