ক্লাব বিশ্বকাপে চোখ বার্সার

Slider খেলা

 

2015_11_22_13_22_59_k57rFTGvEhev6QFwhtPoJRdPQRuhg3_original

 

 

 

 

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা ডেল রে’র শিরোপা জয় করে বার্সেলোনা। বছরের মাঝামাঝিতে ইউরোপিয়ান সুপার কাপের শিরোপা জিতলেও স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া করলে কাতালান ক্লাবটি। তবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে বছরটা শেষ করতে চায় বার্সা। এমনটাই জানিয়েছে দলের আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।

আগামী ১৭ ডিসেম্বর জাপানের ইয়োকোহামায় ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে মাঠে নামবে বার্সেলোনা। লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে খেলার পাঁচদিন পরই ক্লাব বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে নেমে পড়তে হবে কাতালানদের।

গত মৌসুমের ট্রেবল শিরোপা ধরে রাখার লক্ষ্যে ভালোভাবেই এগুচ্ছে বার্সেলোনা। মাসচেরানো জানান, ক্লাব বিশ্বকাপের শিরোপা তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

বৃহস্পতিবার ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে হাভিয়ের মাসচেরানো বলেন, ‘যারা মনে করেন বার্সেলোনা জাপানে বেড়াতে যাবে তারা সম্পূর্ণ ভুল। আমরা দুটি দারুণ ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়েই সেখানে যাচ্ছি।’

এরপর ক্লাব বিশ্বকাপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের কাছে এটি অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কেননা, আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেন তবেই এটির (ক্লাব বিশ্বকাপের) শিরোপার যোগ্য হবেন। আমরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতায় এটির যোগ্য হয়েছি এবং এটি আমাদের কাছে অনেক বড় ব্যাপার।’

ক্লাব বিশ্বকাপের ফাইনালের জন্য বার্সেলোনা ও কোপা লিবার্তেদোরস চ্যাম্পিয়ন রিভার প্লেটকেই বেশি ফেবারিট মনে করা হচ্ছে। তবে অতি উৎসাহী হওয়ার পক্ষে নন মাসচেরানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *