গাজীপুর অফিস: সাবেক বিএনপি ও বর্তমানে সেচ্ছাসেক লীগের এক কর্মীকে চাাঁদাবাজীর অভিযোগে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আটককৃতের নাম আলমাছ মোল্লা(৫৫)। পিতার নাম আজিজুল হক। বাড়ি গাজীপুর মহনগরের দাক্ষিখান গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সেচ্ছা সেবক লীগ কর্মী। তাকে আটক করতে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সুপারিশ ছিল।
রোববার রাতে নিজ এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। অতঃপর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত তিনি ডিবির হেফাজতে ছিলেন।
স্থাণীয়রা জানান, আলমাছ মোল্লার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। চাঁদাবাজি, মিাদক, হত্যা অপহরণ ও জালাও পোড়াও মামলার তিনি আসামী। মন্ত্রীর নামে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ এক সভা করে তাকে গ্রেফেতারের দাবি জানান। ওই রেজুলিশনের মুক্তিযুদ্ধ মন্ত্রীর সুপারিশ ছিল।