একটি শব্দই বদলে দিতে পারে জীবনকে

লাইফস্টাইল

1448870092

 

 

 

 

দাম্পত্যে সমস্যা নানাকারণে দেখা দেয়৷ আর কে না জানে কথায় কথা বাড়ে! কিন্তু যে কোনও সম্পর্কের মতো দাম্পত্যেও ঝামেলায় কথা বেড়ে যাওয়াটাই দস্তুর৷ অথচ ছোট্ট একটি কথাই রুখে দিতে পারে সব ভাঙনকে৷ সেটি হল- ধন্যবাদ৷ আমেরিকার একদল গবেষকের সমীক্ষায় সম্প্রতি উঠে এসেছে এ তথ্য৷

সম্পর্কে থাকাকালীন কখন কীভাবে দু’জন মানুষ বিচ্ছেদের কথা ভাবতে শুরু করেন, সে বিষয়ে সম্প্রতি সমীক্ষা চালিয়েছিলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক৷ প্রায় ৪৬৮ জন বিবাহিত পুরুষ ও মহিলাদের মধ্যে এই সমীক্ষা চালানো হয়৷ ফোন করে তাদের বিভিন্ন্ প্রশ্ন করা হয়৷ এবং সেই প্রশ্নোত্তর বিশ্লেষণ করে তাঁরা দেখেন বৈবাহিক জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ হল কৃতজ্ঞতা স্বীকার৷ টাকা পয়সার থেকেও বড় হয়ে দেখা দেয় এটি৷ গবেষকরা দেখেন, যখন কোনও দম্পতি কোনও বিবাদে জড়িয়ে পড়েন তখন এই কৃতজ্ঞতাবোধের অভাব দেখা দেয় পুরোমাত্রায়৷ অথচ সঙ্গী বা সঙ্গীনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে অনেক ঝামেলারই নিষ্পত্তি হয়ে যায় অনায়াসে৷ ‘ধন্যবাদ’ শব্দটিই বৈবাহিক সম্পর্ককে অন্য একটি মাত্রা দিতে পারে, যা অন্য কোনও কিছুই দিতে পারে না-এমনটাই মত গবেষকদের৷

গবেষক দলের অন্যতম সদস্য ডাঃ বার্তন জানিয়েছেন, ‘‘ শুধু দাম্পত্যের ক্ষেত্রেই নয়, যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই এই অনুভূতি থাকা খুব জরুরি৷ আমাদের মনে হয়, এমন একটি বাস্তবসম্মত উপায় সকলেরই জানা উচিত, যাতে কোনও রকমের সম্পর্কই ভেঙে না যায়৷

অকারণ কথা বাড়িয়ে লাভ নেই যেখানে সেখানে একটা ধন্যবাদেই অনেক কাজ হতে পারে৷ আর এই তথ্যটি যে গবেষকদল জানিয়ে দিলেন, নিঃসন্দেহে তাঁদেরও ধন্যবাদ প্রাপ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *