ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ক্ষমতা থেকে সরে গেলেও খালেদা জিয়া রাজনীতির মাঠে সক্রিয় থাকায়, দেশ এখনো বিপদের মধ্যে আছে। তাই রাজনীতির প্রধান কাজ এখন গণতন্ত্রের মুখোশধারী জঙ্গি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতির ময়দান থেকে চিরতরে নির্মূল করা।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল (এম.এল) আয়োজিত ‘কমরেড মোহাম্মাদ তোয়াহা’র ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে মুখোশধারী আগুন সন্ত্রাসী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিচ্যূত করতে হবে। তবেই দেশ হবে নিরাপদ। যুদ্ধাপরাধী জামায়াত সমর্থিত এবং সামরিক শাসক যদি ক্ষমতায় না আসে তবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে বেশি সময় লাগবে না।’
এসময় তিনি বাংলাদেশকে বিপদমুক্ত করতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্য গড়ে তুলতে বামপন্থীদের প্রতি আহ্বান জানান।
সভায় কমরেড তোয়াহা’র স্মৃতিচারণ করে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘বামপন্থী ধারার জাতীয় নেতাদের মধ্যে কমরেড তোয়াহা ছিলেন অন্যতম। তিনি ১৯৪৬ সালের ভাষা আন্দোলনের অগ্রপথিক ছিলেন।’
এ কমরেডের অবদান আলোচনা সভায় সীমাবদ্ধ না রেখে, তার জীবনী নিয়ে একটি বই লেখার অনুরোধ জানান কলামিস্ট মকসুদ।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে কমরেড তোয়াহাকে স্মরণ করে সভায় আরো বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, কমরেড লুতফর রহমান প্রমুখ।