ভারতের সব টিভি চ্যানেল ‘অনির্দিষ্টকালের’ জন্য বন্ধ করে দিয়েছেন নেপালের ক্যাবল টিভি অপারেটররা।
রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সীমান্ত দিয়ে নেপালে পণ্য আসার ক্ষেত্রে ভারতের ‘অনানুষ্ঠানিক অবরোধ’ আরোপের প্রতিবাদে এমন পদক্ষেপ নিয়েছেন তারা।
নতুন সংবিধানের বিরুদ্ধে দেশের দক্ষিণাঞ্চলের মদেশীয়দের বিক্ষোভের কারণেই ওই অবরোধ আরোপ করা হয়েছে।
এদিকে নেপালে ভারতবিরোধী মনোভাব বাড়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত রঞ্জিত রাই।
নেপালের পার্লামেন্টে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় নতুন সংবিধান। ওই সংবিধান প্রণয়ন-প্রক্রিয়া দেশটিতে ব্যাপক মতবিরোধের সৃষ্টি করে। সংবিধান নিয়ে প্রভাবশালী প্রতিবেশী ভারতের সঙ্গেও নেপালের তিক্ততা সৃষ্টি হয়।