গাজীপুর বারে বোমা হামলার ১০ম বার্ষিকী আজ  

Slider জাতীয়

Gazipur_banglanews24_602690501

গাজীপুর জেলা আইনজীবি সমিতির হলরুমে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র আত্মঘাতি বোমা হামলার ১০ম বার্ষিকী আজ। ২০০৫ সনের ২৯শে নভেম্বর ওই হামলায় গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ ৫ জন আইনজীবি ও ৪ জন বিচার প্রার্থীসহ আইনজীবী বেশে আত্মঘাতি হামলাকারী  নিহত হন। হামলায় অর্ধশতাধিক আইনজীবি ও বিচারপ্রার্থী আহত হন ।
ওই দিন বোমা হামলায় জেলা আইনজীবি সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট আনোয়ারুল আজম, এডভোকেট নুরুল হুদা, এডভোকেট গোলাম ফারুক এবং বিচার প্রার্থী আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম নিহত হন। পরে চিকিৎসাধিন অবস্থায় এডভোকেট আল মামুন ওরফে মাখন মারা যান। আহতদের অনেকে এখনো শরীরে গেথে থাকা ¯িপ্রন্টারের যন্ত্রনা ভোগ করছেন।
বোমা হামলার দশম বার্ষিকী উপলক্ষ্যে জেলা আইনজীবি সমিতির উদ্যোগে কালো পতাকা উত্তোলন, স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোক চিত্র প্রদর্শনী, শোক র‌্যালী, শোকসভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *