ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনে সংবিধান নিয়ে একটি বিশেষ আলোচনায় দেশটির বিরোধীদল কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ক্ষমতাসীন মোদি সরকারকে আক্রমণ করে বলেন, বর্তমানে দেশটিতে যে অসহিষ্ণুতা চলছে সেটা সংবিধানের আদর্শের উপরে হামলা করার সামিল।
তিনি বলেন, ‘সংবিধানের নীতির প্রতি এখন একধরনের হুমকি চলছে, এবং গত বেশ কয়েক মাসে আমরা যা দেখেছি সেটা সংবিধানের মূল্যবোধের লঙ্ঘন।’
মোদি সরকারের বিরোধিতা করার জন্য কংগ্রেসের কাছে এটা এখন একটি শক্তিশালী বিষয়। কারণ সম্প্রতি ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা মারাত্মক রূপ ধারণ করেছে এবং বিরোধীদল হিসাবে কংগ্রেসের কাছে এখন এটাই সরকারের সমালোচনার মূল হাতিয়ার।
সোনিয়া গান্ধী আলোচনার কর্তা বি আর আম্বেদকারের উদ্দেশে বলেন, ‘একটি দেশের সংবিধান যতই ভালো হোক না কেন, যে সমস্ত মানুষ এটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন তারা যদি ভালো না হন তখন গোটা সংবিধানটাই খারাপ হয়ে যায়। অথচ যদি সংবিধান খারাপও হয় কিন্তু মানুষ ভালো হন তাহলে সেটা শেষপর্যন্ত ভালো হয়।’
তিনি আরো বলেন, ‘আমাদের সংবিধানের ইতিহাস বহু পুরনো এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত এবং ঠিক এইকারণেই কংগ্রেসের সাথেও যুক্ত। যে সমস্ত মানুষের সংবিধানের উপর কোন বিশ্বাস নেই, যারা সংবিধান তৈরিতে কোন ভুমিকা রাখেননি তারা যদি সংবিধান পালনের প্রতিজ্ঞা করেন, তাহলে এর থেকে হাস্যকর আর কি হতে পারে?’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই আলোচনার মাঝামাঝি অংশ নেবেন তবে শুরুতে তিনি বলেছেন, আলোচনা এবং সংলাপ হচ্ছে সংসদের আত্মা। তিনি এবং তার সরকার বর্তমানের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে যেকোনো আলোচনায় উৎসাহী।
সংসদ অধিবেশন মন্ত্রী ভেনকায়া নাইদু বলেছেন, আমাদের লুকানোর মত কিছু নেই। আমরা অসহিষ্ণুতা নিয়ে তর্কে প্রস্তুত। এটা নিয়ে সরকারের লজ্জা পাওয়ারও কিছু নেই।