গাজীপুর: ভেজাল শিশুখাদ্য তৈরি করার দায়ে গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার নাম শুভরাজ মিয়া (৩৫), তিনি মানিকগঞ্জের দৌলতপুর থানার নাটোয়াবাড়ি শিফাত মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ অদালত সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় সফিকুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে শুভরাজ দীর্ঘদিন ধরে ভেজাল শিশুখাদ্য তৈরি ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদে খবর পেয়ে বুধবার দুপুরে অভিযান চালায় কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল কবীর ও কালিয়াকৈর থানা পুলিশ।
এ সময় কারখানার মালিক শুভরাজকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) অতিকুর রহমান রাসেল জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।