‘স্বামী-স্ত্রীর ঝগড়া হলেও  বিএনপির ষড়যন্ত্র আছে’  

Slider জাতীয় বাংলার মুখোমুখি

102653_goyesshore

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে যেসব  হামলার ঘটনা ঘটছে তা সংগঠিতভাবে ঘটানো হচ্ছে। আর বাংলাদেশে যেসব হামলা ঘটনা ঘটছে তা হচ্ছে বিচ্ছিন্নভাবে। দেশে গণতন্ত্র না থাকলে যারা গণতান্ত্রিক রাজনীতি করে না তারা এর সুযোগ পেয়ে যায়। এ বিষয়টি সরকার  যত তাড়াতাড়ি বুঝবে ততই সরকারের জন্য ভালো। তিনি বলেন, কোন ঘটনা ঘটলেই সরকার বিএনপিকে দায়ী করছে। এতে করে আসল আপরাধীদের জন্য দেশ আজ অভয়ারণ্য। সরকার আসল অপরাধীদের শনাক্ত করতে পারলে এসব হামলার ঘটনায় কারা জড়িত সবই বের হয়ে আসতো। কিন্তু সরকার তা না করে সবসময় বিএনপিকে নিয়েই ব্যস্ত থাকে। আওয়ামী লীগ নেতাদের স্বামী-স্ত্রীর ঝগড়া হলেও তারা মনে করে এখানে বিএনপির ষড়যন্ত্র আছে। পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। আজ পর্যন্ত কোন হামলার সঠিক তদন্ত হয়নি। এতে অবশ্য পুলিশের কোন দোষ নেই। কারণ সরকার পুলিশকে বিএনপির নেতাকর্মীদের দমন ও গ্রেপ্তারের কাজে এমনভাবে ব্যবহার করছে, পুলিশ নিজেদের নাওয়া খাওয়ার কথাই ভুলে যায়। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা কোন রাজনৈতিক সমাধান নয়। প্রধানমন্ত্রী মনে করেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এটা যদি তিনি বিশ্বাস করেন তাহলে এ ধরনের জাতীয় ইস্যুতে তিনি সংলাপ ডাকতেন। সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে এ ধরনের সমস্যা একা সমাধান করতে পারবে না সরকার। কিন্তু আওয়ামী লীগ সরকারের সংলাপের বিষয়ে কৃপণতা রয়েছে। অনেক সময় শত্রুর সঙ্গে মিত্রতার সুযোগ আসে। এ সুযোগ কাজে লাগানো দরকার। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে প্রধানমন্ত্রীরকে সংলাপের আহ্বান জানিয়েছেন। দেশের শান্তির জন্য হলেও প্রধানমন্ত্রী এ আহ্বানে সাড়া দেয়া দরকার। কারণ, দেশে অশান্তি থাকলে সরকারের মধ্যে ও অশান্তি থাকে। তাদের মধ্যে বেশি দুঃশ্চিন্তা বেশি কাজ করে। এ অশান্তির দায় সরকারের বলে মন্তব্য করেন গয়েশ্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *