পরিবারের সংবাদ সম্মেলন : রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন মুজাহিদ

Slider বাংলার মুখোমুখি

1447997474

 

 

 

 

 

 

২১আগস্ট গ্রেনেড হত্যা মামলায় মুজাহিদের অবস্থান কি হবে তা জানতে রাষ্ট্রপতির কাছে একটি আবেদন করবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। একই সাথে রাষ্ট্রপতির কাছে আবেদন পৌছানোর জন্য আইনজীবীদের সাক্ষাত চান।

শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েসনে মুজাহিদের পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তার স্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মুজাহিদকে আসামী করা হয়েছে। তাই রায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি আইনি সহায়তা অব্যাহত রাখার সুযোগ প্রদান করতে রাষ্ট্রপতির সহায়তা চাইবেন।

সংবাদ সম্মেলনে মুজাহিদরে স্ত্রী জানান, গত ১৯ নভেম্বর কারাগারে সাক্ষাতে মুজাহিদ জানিয়েছেন, আপিল বিভাগের দেয়া রায়ের কপি তার কাছে আসলে তিনি রাষ্ট্রপতির কাছে লিখিভাবে জানতে চাইবেন যে ২১ আগস্ট হত্যা মামলায় তার অবস্থান কি হবে। ঐ মামলাল সম্পুরক চার্জশীটে তার নাম অন্তর্ভূক্ত করার কারণে জাতির সামনে হত্যাকারী হিসেবে তার নাম এসেছে। আর এ কারণে তিন আইনি লড়াই করে সে দায় থেকে মুক্তি পেতে চান। কেননা এই পর্যন্ত আদলতে হাজির হওয়া কোন সাক্ষি তাকে জড়িয়ে কোন বক্তব্য দেননি।

মুজাহিদের স্ত্রী জানান, গত ১৬ জুন মুজাহিদদের বিরুদ্ধে আপিল বিভাগের রায় ঘোষনার দিন তাকে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় হাজির করা হয়। মৃত্যুদন্ড রায় বহাল রাথার পরও শেষ দিন পর্যন্ত গত ৯ ও ১০ নভেম্বর বিশেষ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। আগামী ২৩ নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *