ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা শনিবার সকালে আরও বাড়ানো হয়েছে। শুক্রবার নিরাপত্তা জোরদারের পর শনিবার সকাল থেকে তা আরও কড়াকড়ি করা হয়েছে। কারাগারের পূর্ব-দক্ষিণ পাশে চক বাজার থেকে কারাফটকের সামনে দিয়ে যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কারাফটকের কাছে সংবাদ মাধ্যমের কেনো গাড়িকেও রাখতে দেয়া হচ্ছে না। পরিচয় যাচাইয়ের পর শুধু গণমাধ্যমকর্মী এবং কারাগারে বিভিন্ন বন্দিদের সঙ্গে সাক্ষাৎপ্রার্থীদের ঢুকতে দেয়া হচ্ছে। কারাফটকের সামনে অর্ধশত র্যাব সদস্য টহলে রয়েছেন। তৈরি আছে পুলিশের সাঁজোয়া যান। এছাড়া শতাধীক পুলিশ সদস্য ছাড়ও সাদা পোশাকেও রয়েছেন অন্যান্য বাহিনীর সদস্যরা। এর আগে সকালে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি জানতে দুজন ম্যাজিস্ট্রেট কারাগারে ঢুকেছেন।