যুদ্ধাপরাধের অপরাধে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি তার আইনজীবীরা।
শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছিলেন তার আইনজীবীরা। কিন্তু কারা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও অনুমতি দেইনি।
আইনজীবী গাজী এইচ এম তামিমের নেতৃত্বে মুজাহিদের সাক্ষাতপ্রার্থী পাঁচ আইনজীবী হলেন-অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, সাইফুর রহমান মশিউল আলম ও মতিউর রহমান আকন্দ।
এ বিষয়ে জানতে চাইলে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর জানান, ‘আমাদের আইনজীবীরা সকালে বাবার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।’
এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও কেউ ফোন রিসিভ করেনি।