রাজশাহী : সারাদেশে জামায়াতের ডাকা হরতাল সমর্থনে রাজশাহীর নগরীর বিনোদপুর বাজারে বিক্ষোভ মিছিল করেছে শিবির কর্মীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। পাঁচ মিনিট স্থায়ী এ বিক্ষোভ মিছিল থেকে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে শিবিরকর্মীরা।
এসময় ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শিবিরকর্মীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শিরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবির কর্মীরা হঠাৎ বিনোদপুর বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা যুদ্ধাপরাধে অভিযুক্ত ও মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহম্মদ মোজাহিদের মুক্তি দাবি করে স্লোগান দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই তারা পরপর দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, শিবিরের বিক্ষোভ মিছিল বের করার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু তার আগেই তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।