তাজমহলের পাশ থেকে শ্মশান সরানোর নির্দেশ

Slider সারাবিশ্ব

 

 

1447839699

 

 

 

 

তাজমহলের কাছাকাছি একটি শ্মশান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

উত্তর প্রদেশ রাজ্য সরকারকে দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, ঐ শ্মশানে পোড়ানো কাঠের আগুনের ধোঁয়ায় মুঘল সম্রাট শাহজাহানের তৈরি অসামান্য এই সৌধের ক্ষতি হচ্ছে।

ভারতের সর্বোচ্চ আদালত বলেছে, হয় কাঠ পোড়ানো শ্মশানটি সরিয়ে নিতে হবে। নাহলে কাঠের বদলে ধোঁয়াবিহীন বিদ্যুৎ চুল্লি বসাতে হবে। আগামী দু সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।

চারশো বছর আগে তৈরি তাজমহল বিশ্বের অন্যতম বিখ্যাত সৌধ। বছরে প্রায় ৩০ লাখ মানুষ তাজমহল দেখতে আসে। কিন্তু আশপাশের কলকারখানার ধোঁয়ায় গত কয়েক দশক ধরে সাদা মুক্তার রংয়ের মার্বেল পাথর হলুদ রং নিচ্ছে বলে উদ্বেগ বাড়ছে। ক্ষতি ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে আগ্রা শহরের কাছাকাছি বহু কলকারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

আগ্রার বাসিন্দারা যাতে ডিজেল চালিত জেনারেটর না চালায়, সে জন্য শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে রাজ্য সরকার। এমনকি ঘুটে বা গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আগ্রায়।

এখন কাঠ পোড়ানো শ্মশান বন্ধেরও নির্দেশ এলো সুপ্রিম কোর্ট থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *