নিজের বিউটি সেলুনে মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এক বৃটিশ নারী এপ্রিল মেজর। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্যারিস হামলার পর ওই নারী তার বিউটি সেলুন বা পার্লারে মুসলিমদের নিষিদ্ধ করেন। এ ঘটনা ঘটেছে লন্ডনে। সেখানকার টেমস ভ্যালি পুলিশ বলেছে, পাবলিক অর্ডার আইনের ১৯ ধারা অনুযায়ী আটক করা হয়েছে এপ্রিল মেজরকে। এই ধারা অনুযায়ী হুমকি, নির্যাতন, অবমাননার উদ্দেশে সাম্প্রদায়িক আঘাত দেযার উদ্দেশে কোন লেখা প্রকাশ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। স্থানীয়রা বলেছেন, এপ্রিল মেজর একজন বিউটিশিয়ান। তিনি তার নিজ শহর অক্সফোর্ডশায়ারে চালান ব্লিঙ্কস অব বিসেস্টার নামে বিউটি পার্লার বা সেলুন। তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ব্লিঙ্কস অব বিসেস্টার আর ইসলামে বিশ্বাসী কারো বুকিং নিচ্ছে না, তিনি যুক্তরাজ্যে পাসপোর্টধারী হোন বা না হোন। এখন সবার আগে আমার দেশ বড়। এ পোস্টের মাধ্যমে তিনি ফেসবুকে ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন এমন অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অনলাইন দ্য সান এ খবর দিয়েছে। এতে বলা হয়, তিনি ফেসবুকে মুসলিম বিদ্বেষী আরো বেশ কতগুলো পোস্ট দিয়েছেন।