গাজীপুর প্রতিনিধি: নাশকতার মামলায় জামিনের পর গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার দুপুরে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন।
এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা গয়েশ্বরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
কারাগারের জেলার বিকাশ রায়হান সাংবাদিকদের জানান, সোমবার গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। পরে তা যাচাই বাচাই শেষে মঙ্গলবার দুপুরে তাকে মুুক্তি দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর রামপুরা থানায় পুলিশের দায়ের করা মামলায় গত বছরের ৭ মে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। পরে কারাগার থেকে মুক্তি পান তিনি। তবে তখনও অভিযোগপত্র দাখিল করা হয়নি। চলতি বছরের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়।
৩ নভেম্বর বিচারিক আদালতে গয়েশ্বরের হাজিরার দিন থাকলেও তিনি হাজির হতে পারেনি। ৪ নভেম্বর নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে ওই আদেশের বিরুদ্ধে গয়েশ্বর হাইকোর্টে আপিল করলে তার জামিন হয়।