শাবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। শাবির ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে সর্বমোট ৪১,২৯৭ শিক্ষার্থী। বিকেল আড়াইটাই ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার শুরুতে ক্যাম্পাসের ‘সি’ বিল্ডিংয়ে পরিদর্শনে আসেন শাবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।
পরিদর্শনে এসে শাবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া গণমাধ্যমকে বলেন, ‘সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত কোন ধরনের অশুভ সংবাদ আমার কানে আসেনি।’ এসময় তিনি ভর্তিতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
ভর্তি পরীক্ষা সার্বিক বিষয় নিয়ে সন্তুষ্ঠির কথা জানান এবারের ভর্তি কমিটির প্রধান অধ্যাপক ড. নারায়ণ সাহাও। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. কামারুজ্জামান চৌধুরী, প্রফেসর হাসান জাকিরুলসহ বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।