আলোচনার দরজা সবসময় খোলা থাকতে হবে : সৈয়দ আশরাফ

Slider জাতীয়

68174_126

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনীতিতে আলোচনার দরজা সব সময় খোলা থাকতে হবে। সব দরজা বন্ধ করে রাজনীতি চালানো সম্ভব নয়।আশা করি খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হবে এবং তিনি গঠনমূলক রাজনীতি ফিরে আসবেন। তবেই আলোচনার পরিবেশ সৃষ্টি হবে।
তিনি সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে স্থানীয় সফিউদ্দিন সরকার একাডেমি প্রাঙ্গনে মরহুম সংসদ সদস্য আহসান উল্লাহ মাষ্টারের ৬৫তম জম্মদিন উপলক্ষে টঙ্গী থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আশরাফ আরো বলেন, খালেদা জিয়া ভাঙচুর পরিহার করলে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে। পরিবেশ না থাকলে কোন আলোচনায় ফলপ্রসু হয়না। যুদ্ধের সময় কোন আলোচনা হয় না। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাধারণ নির্বাচন চাই। আগামী নির্বাচন হবে। সে নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করেন মন্ত্রী।
টঙ্গী থানা আওয়ামীলীগ সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, অ্যাডভোকেট আজমত উল্লা খান, জাহাঙ্গীর আলম।
সমাবেশে জেলার বিভিন্ন এলাকা বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফ্যাস্টুন নিয়ে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *