এম,আর আলী (টুটুল), সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ঃ
গতকাল সৈয়দপুর কামারপুকুর ডাক্তারপাড়া আইসঢাল এলাকার মোঃ আব্দুল কাদের সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ওই এলাকায়। সংবাদ সম্মেলনে মোঃ আব্দুল কাদের সরকার লিখিত বক্তব্যে উল্লেখ্য করেন যে, এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে স্বাছন্দে বসবাসের ঈর্শ্বানীত হয়ে একই এলাকার ক’জন কুচক্রি মহল তার সহ তার পরিবারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইতি পূর্বে তারই ২য় ছেলে জাহিদের বিরুদ্ধে প্রধান মন্ত্রির ছবি ভাংচুর করার মিথ্যা বানোয়াট নাটক সাজিয়ে মামলা করে। ৫০ লক্ষ্য টাকা দাবি করে ওই এলাকার প্রতারক মুদি দোকানদারের পিতা ইদ্রিস আলী। দাবীকৃত অর্থ না পাওয়ায় কাদেরসহ তার ছেলেদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। পূর্বের শত্র“তার জের ধরে কুচক্রি মহলের সদস্য একই এলাকার মোঃ আনসারুল হক, পিতা আজিমুদ্দিন আবারও মিথ্যা বানোয়াট সাজানো নাটক সাজিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে। তিনি আর উল্লেখ্য করেন তার বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে সরকারকে প্রতি বছর প্রায় ৬ লক্ষ্য টাকার বেশি রাজস্ব দিয়ে থাকেন। সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার কারণে তার ছেলেসহ তাকে হ্যাস্তন্যস্ত ও ব্যবসায়ীক ক্ষতি সাধন করাই কুচক্রি মহলটির মূল উদ্দেশ্য।