গাজীপুরে আইনজীবী খুনের ঘটনায় মা ও ছেলে আটক

Slider জাতীয়

Untitled-1

 

 

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
শিক্ষানবিশ আইনজীবী খন্দকার এনামুল হক বিপ্লব (৪২) খুনের ঘটনায় মাহবুর হাসান রাব্বি (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার ৮ নভেম্বর সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর এরাকা থেকে তাকে আটক করেন।আটককৃত রাব্বি নরসিংদী সদর উপজেলার সাহেব প্রতাব এলাকার মাসুদুর রহমানের পুত্র।
তারা স্বপরিবারে গাজীপুর সদরের ভোড়দা এলাকায় বসবাস করতেন।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো:জাকির হোসেন জানান, রোববার সকালে রাব্বি জয়দেপপুর থেকে শ্রীপুরের ইজ্জতপুর এলাকায় পৌছালে তার শরিরে রক্তমাখা পোষাক দেখে সন্দেহ করেন এলাকাবাসী।
পরে বিষয়টি পুলিশ কে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়। তিনি বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইনজীবী খন্দকার এনামুল হক বিপ্লবকে খুনের বিষয়টি স্বীকার করেছেন রাব্বি।
তিনি পুলিশকে জানান,দীর্ঘদিন ধরে তার মাকে র্টিজ করে আসছিল বিপ্লব। এ কারণেই তিনি আইনজীবীকে খুন করেন।

এর আগে ৭নভেম্বর সন্ধা সারে ৫টার দিকে গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবিথী এলাকায় ছুরিকাঘাত ও রড দিয়ে পিটিয়ে আইনজীবী খন্দকার এনামুল হক বিপ্লবকে পিটিয়ে হত্যা করেন।

বিপ্লব উত্তর ছায়াবিথী এলাকার মৃত খন্দকার সামছুদ্দিনের ছেলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *