তিন দিনের সফর শেষে নেদারল্যান্ডস ছেড়ে স্বদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে মঙ্গলবার এই সফরে যান তিনি। সফরে ইউরোপের দেশটির সঙ্গে চারটি চুক্তি সই হয়েছে বাংলাদেশের।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ২০ মিনিট) আমস্টার্ডামের শিফল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন শেখ হাসিনা। ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটটিতে আবুধাবিতে নামবেন বাংলাদেশের সরকার প্রধান। সেখানে পাঁচ ঘণ্টা যাত্রাবিরতির পর বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইটে শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবেন তিনি।
হেগের যে হোটেলে প্রধানমন্ত্রী অবস্থান করেন, রওনা হওয়ার আগে সেখানে প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়। শিফল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এবং বাংলাদেশে ডাচ রাষ্ট্রদূত লিওনি মার্গারেট কিউলেনেরো