জঙ্গি হুমকি থেকে নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে : জাতিসঙ্ঘ মানবাধিকার হাইকমিশনার

Slider জাতীয়

67357_171

 

 

 

 

জাতিসঙ্ঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জিয়াদ রাদ আল হুসেইন বলেছেন, বাংলাদেশে জঙ্গি হুমকি থেকে লেখক, প্রকাশকসহ অন্যদের নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে ব্লগার ও প্রকাশকদের ওপর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে হাইকমিশনার জঙ্গিদের হুমকি থেকে সংশ্লিষ্ট সবাইকে সুরক্ষা দিতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। হুসেইন বলেন, এ বছর অন্তত পাঁচজন লেখক ও প্রকাশক এবং দুইজন বিদেশী নাগরিক বাংলাদেশে নৃশংসভাবে খুন হয়েছেন। এ ছাড়া আরো অনেকে আক্রান্ত ও হুমকির সম্মুখীন হয়েছেন। একটি গ্রুপ মনে করছে সহিংসতার মাধ্যমে তারা নিজেদের বিশ্বাস অন্যদের ওপর চাপিয়ে দিতে পারবে।
হাইকমিশনার বলেন, এ ধরনের আরো হত্যা বন্ধ করতে অপরাধীদের দ্রুততার সাথে বিচারের আওতায় আনা খুবই জরুরি। চরমপন্থী গ্রুপগুলো যাতে আইন নিজেদের হাতে নিতে না পারে তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের ধারাবাহিক এবং ঐক্যবদ্ধভাবে নিন্দা জানাতে হবে।
তিনি বলেন, সাংবাদিক, সুশীলসমাজ ও মানবাধিকারকর্মীরা যাতে নিরাপদে ও স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেন তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। জনগণ যখন সহিংসতা বা হত্যাকাণ্ডের শিকার হন তখন তাদের জন্য কার্যকর নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের ওপরই বর্তায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *