বাবা-মায়ের সাথে কাটানো শৈশবে প্রায় ২১ বছর পর আজ আসছেন তারেক রহমান

Slider টপ নিউজ


২০০৩ সালে গাজীপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান– ছবি সংগৃহীত)

গাজীপুর: ২১ বছর পর আজ ২৭ জানুয়ারী গাজীপুরে আসছেন তারেক রহমান। স্বাধীনতা সংগ্রামের আগে গাজীপুর সেনানিবাসে মেজর হিসেবে কর্মরত থাকা অবস্থায় জিয়াউর রহমান স্বপরিবারে বসবাস করেছেন আজকের জনসভাস্থল রাজবাড়ি মাঠের কোনায়। তখন এই মাঠে তিনি শৈশবে অনেক খেলা-ধুলো করেছেন। বাবা-মায়ের সাথে কাটানো সময়ের শত স্মৃতি গাঁথা এই গাজীপুরের রাজবাড়ি মাঠ।

জানা যায়, ১৯৬৯-৭০ সময়ে জিয়াউর রহমান গাজীপুর সেনানিবাসে মেজর পদে কর্মরত ছিলেন। আজ গাজীপুরের রাজবাড়ী মাঠে তারেক রহমানের জনসভাস্থলের পাশে ছিল গাজীপুর সেনানিবাস। এই সেনানিবাসে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার সাথে বসবাস করেছেন বিএনপি বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। ২০০৩ সালে দিনব্যাপী একটি ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করতে গাজীপুরে এসেছিলেন তারেক রহমান। ২০০৫ সালের ২৯ ডিসেম্বর দেশব্যাপী তৃনমুল বিএনপির সাংগঠনিক সভায় গাজীপুরে আসেন তিনি। এরপর আর গাজীপুরে আসেন নি।

২০০৩ গাজীপুর রাজবাড়ি মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের তৎকালীন গাজীপুর জেলার সভাপতি ও বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম।

এ বিষয়ে ডাঃ মাজহারুল আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে তারেক রহমান গাজীপুরে থেকেছেন। যে রাজবাড়ী মাঠে তিনি জনসভা করবেন, এই মাঠে তার শৈশবের অনেক স্মৃতি রয়েছে। শৈশবের স্মৃতি বিজরিত গাজীপুরে তিনি আসছেন এতে আমরা গাজীপুরবাসী কৃতজ্ঞ।

এদিকে তারেক রহমান গাজীপুরে আসছেন তাই গাজীপুরবাসী আনন্দিত। ইতোমধ্যে ঐতিহাসিক রাজবাড়ি মাঠ জনসভার জন্য প্রস্তুত করা হয়েছে। বিএনপি দলীয়ভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জনসভাকে ঘিরে শহর জোরে এখন সাজ সাজ রব। জনসভার চারিদিকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার। আজ সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *