মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ও পৌর জাসাসের আহ্বায়ক কমিটির ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫শে জানুয়ারি) বিকাল ৬ ঘঠিকার সময় উপজেলা ও পৌর জাসাসের অফিসে উপজেলা জাসাসের আহ্বায়ক পনির খন্দকারের সভাপতিত্বে পৌর সদস্য সচিব শহিদুল ইসলাম নান্নুর সঞ্চালনায় বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাসাসের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান দুখু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন (মিঠু)। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জাসাসের উপদেষ্টা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সালাউদ্দিন আহমেদ। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জাসাসের উপদেষ্টা হারিজ আহমেদ।
বর্ধিত সভায় ত্রায়োদশ জাতীয় নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যাবধানে জয় যুক্ত করতে উপজেলা ও পৌর জাসাসের কমিটির সকল সদস্যরা টিম গঠন করে বিভিন্ন পাড়া, মহল্লা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গনসংযোগ, লিফলেট বিতরণ ও বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করা, কেন্দ্র কমিটি করা এবং জাসাসের আহ্বায়ক কমিটির স্বতঃস্ফূর্ত নির্বাচেন প্রচারনা শুরু করা সহ নির্বাচনের দিন নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। আর কোন আলোচনা না থাকায় কালীগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক পনির খন্দকার সকলকে ধন্যবাদ জানিয়ে বর্ধিত সভাটি সমাপ্তি ঘোষণা করেন।

