
মোঃআলী আজগর খান পিরু, গাজীপুর: গাজীপুর মহানগরের গাছা থানা ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে বার্ষিক মিলন মেলা বনভোজনের আয়োজন করা হয়েছে। আজ রবিবার দিনব্যাপী মহানগরের ৩৬ নং ওয়ার্ড নতুন বাজার সংলগ্ন সাজেদা পার্কে গাছা থানা ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ৩ শতর অধিক সদস্যদের সপরিবার সহ এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঔষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মহসিন আনসারীর সভাপতিত্বে মোঃ আবু নাঈম ও মোঃ নাজিম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি, গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের, ঔষধ তত্ত্বাবধায়ক, তানজিনা আফরিন। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লেগেছে সবাই আমরা একসাথে হয়েছি আমরা সবাই এক পরিবার সবাই মিলে মিসে একসাথে কাজ করব। বিপদে আপদে আমরা সবাই একজন আরেকজনের পাশে দাঁড়াবো। কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলব আপনাদের সাথে, ওষুধ প্রশাসনে কয়েকটি নতুন নিয়ম করা হয়েছে এগুলো আপনাদের জানা দরকার যেমন আন রেজিস্টার যে ঔষধ আছে এই ঔষধ থেকে আপনারা সতর্ক থাকবেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ গুলো ফার্মেসিতে জানি না থাকে এদিকে খেয়াল রাখবেন। আপনাদের লাইসেন্স গুলো দুই বছর পর পর নবায়ন করতে হয়। আমাদের ডিসি স্যার কর্তৃক নির্দেশনা হয়েছে পরপর দুই মেয়াদ যদি লাইসেন্স নবায়ন না করা হয় তাহলে লাইসেন্স এক্সফেল করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা লাইসেন্স নবায়ন করে রাখবেন।
সিনোহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। গাজীপুর জেলার বি সি ডি এস এর সভাপতি মোঃ শামসুল হক। সুলতান জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম। জামায়াত নেতা মিয়াজ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিসিডিএস গাছা মেট্রো থানার সভাপতি ও গাছা থানা ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক, মোঃ মোতালিব হোসেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ নুরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শাহজাহান মজুমদার, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম বিল্লাল হোসেন, মোস্তফা জামান ভূঁইয়া, দেওয়ান মনির, জাহাঙ্গীর আলম খান, উজ্জ্বল, জাকির হোসেন, রিয়াদ উদ্দিন, জাহিদ, মুন্নাফ।
বনভোজন মিলন মেলা অনুষ্ঠানে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। শেষে উপস্থিত সকল সদস্যদের মাঝে বিশেষ উপহার দেওয়া হয়।
