শৈশবের স্মৃতি বিজরিত গাজীপুরে ২১ বছর পর যাচ্ছেন তারেক রহমান

Slider বাংলার মুখোমুখি

গাজীপুর: ২১ বছর পর ২৭ জানুয়ারী গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে টঙ্গীতে মহানগর বিএনপি অংগ ও সহযোগী সংগঠন যৌথ প্রস্তুতি সভা করেছে। সভায় তারেক রহমানের জনসভাকে জনসমুদ্র তৈরী করার অঙ্গীকার করা হয়। জনসভাস্থলের পাশে স্বাধীনতা সংগ্রামের আগে গাজীপুর সেনানিবাসে মেজর হিসেবে কর্মরত থাকা অবস্থায় জিয়াউর রহমান স্বপরিবারে বসবাস করেছেন।

আজ রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২১ বছর পর তারেক রহমান গাজীপুরে আসছেন। গাজীপুর তারেক রহমানের স্মৃতি বিজরিত জায়গা। তাই তিনি এই গাজীপুরে জনসভা করবেন। গাজীপুরের জনসভায় তারেক রহমানকে জনস্রোত উপহার দেয়া হবে। এই জনসভায় গাজীপুরের ৫টি আসন উপহার দেয়ার প্রস্তুতি নিশ্চিত করা হবে।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও গাজীপুর-২ (সদর- টঙ্গী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সঞ্চালনায় প্রস্তুতি সভা হয়।

বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক মো: বেনজির আহমেদ টিটু,বি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, ডক্টর সহিদউজ্জামান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, এডভোকেট আব্দুস সালাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরাফত হোসেন, আ ক ম মোফাজ্জল হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানোজ্জামান শুক্কুর, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিরণ প্রমূখ।

প্রসঙ্গত: ১৯৬৯-৭০ সময়ে জিয়াউর রহমান গাজীপুর সেনানিবাসে মেজর পদে কর্মরত ছিলেন। ২৭ জানুয়ারী গাজীপুরের রাজবাড়ী মাঠে তারেক রহমানের জনসভাস্থলের পাশে ছিল গাজীপুর সেনানিবাস। এই সেনানিবাসে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার সাথে বসবাস করেছেন বিএনপি বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। ২০০৩ সালে দিনব্যাপী একটি ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করতে গাজীপুরে এসেছিলেন তারেক রহমান। ২০০৪ সালে দেশব্যাপী তৃনমুল বিএনপির সাংগঠনিক সভায় গাজীপুরে আসেন তিনি। এরপর আর গাজীপুরে আসেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *