সস্ত্রীক এমপি প্রার্থীর গান: বিফলে গেলো প্রাণ বধুয়া অধর….

Slider সাহিত্য ও সাংস্কৃতি


ক্যাপশন( গতকাল শনিবার রাতে কালিগঞ্জে একটি মঞ্চে স্ব স্ত্রী গাই গাইলেন এমপি প্রার্থী মিলন– ছবি সংগৃহীত)

মঞ্চে স্ত্রীকে নিয়ে গান গেয়ে ভোটারদের মনযোগ আকর্ষন করলেন বিএনপির এমপি প্রার্থী মিলন

গাজীপুর: সখি এই মোনা ছবি রাতে, বিফলে গেলো প্রাণ বধুয়া অধর শনে কত রাত বিফলে গেলো। আমি কি করিব হায়, না দেখি উপায়। গানের এই সকল লাইন গেয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন গাজীপুর -৫( কালিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ও তার সহধর্মিণী শম্পা হক।

শনিবার(২৪ জানুয়ারী) রাতে গাজীপুরের কালিগঞ্জে একটি পূজা অনুষ্ঠানে তারা এই ব্যাতিক্রমী প্রচারণা চালান।

জানা যায়, কালিগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দারকাভাঙা যুব সংঘ আয়োজিত সরসতি পুৃজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫( কালিগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন। তার সাথে স্ত্রী মিসেস শম্পা হকও মঞ্চে ছিলেন। ফজলুল হক মিলনের গান গাওয়ার সময় স্ত্রী শম্পা হক নি:শব্দে ঠোঁট মিলিয়ে স্বামীকে উৎসাহ দেন। শীতের ঠান্ডায় ভাঙা ভাঙা গলায় চমৎকার গানে উপস্থিত নেতা-কর্মীরা শ্লোগান ও হাততালী নিয়ে প্রশংসা করছিলেন। এই গানের একটি ভিডিও ফজলুল হক মিলন নিজের ফেসবুকে পোস্ট করেন। প্রথম এক ঘন্টায় পোস্টে ৪৪১ লাইক, ৫৯ টি কমেন্ট ও ৬৫ টি শেয়ার হয়। কমেন্টে প্রায় সকলেই গানের প্রশংসা করেছেন।

বকুল হোসেন নামে একজন কমেন্টে লিখেছেন “আমি একদিন গাড়িতে খালি গলায় লিডারের গান শুনেছি—সত্যিই দারুণ লেগেছিল। তাই বলছি, সাউন্ড সিস্টেম ভালো থাকলে গানটা আরও অনেক ভালো লাগতো। তবুও সব সীমাবদ্ধতার মাঝেও লিডারের পরিবেশন ছিল প্রশংসনীয়। লিডার, আপনি একজন অলরাউন্ডার। আপনার জন্য রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা <img class="emoji" alt="❤️” src=”https://s.w.org/images/core/emoji/11/svg/2764.svg”>”।
বিশিষ্ট অভিনতা ও বিএনপি নেতা আশরাফ হোসেন টুলু কমেন্টে লিখেেন, লিডার, অবশেষে সংগীত শিল্পি? নিশ্চয়ই এদেশে শিল্প সাহিত্যের বিকাশ খটবে,,,সেই প্রত্যাশা করছি।

কেউ লিখেছেন অসাধারণ গান কেউ লিখেন সেই রকম হয়েছে। মূলত কমেন্টে প্রার্থীর গানের প্রশংসা ভেসে যায়।

এ বিষয়ে অনুভুতি জানতে এ কে এম ফজলুল হক মিলনকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে ৭ জন প্রার্থী প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ ৭ প্রার্থী এখন প্রচারণায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *