অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
উপজেলা পরিষদে অধীনে কর্মকর্তাদের বেতন-ভাতা উত্তোলনের দায়িত্ব হস্তান্তরসহ নির্বাহী অফিসারের বাধ্যতামূলক স্বাক্ষর প্রদানের প্রতিবাদে ও ৮ম জাতীয় বেতন স্কেলে আন্ত: ক্যাডার বৈষম্য দূর করে মর্যাদা সমুন্নত রাখতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগৈলঝাড়ায় সরকারী ১৬টি দপ্তরের বিসিএস ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ৬ দফা দাবি আদায়ের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেরা পরিষদ চত্বরে দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে কমিটির সহ-সভাপতি সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সঞ্চালনায় মানববন্ধন চলাকালীন সময়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন, কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম তালুকদার, আনসার ভিডিপি কর্মকর্তা ক্ষিতিশ চন্দ্র ফলিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা একেএম মাসুদুল হাসান, শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান,শ্যাম প্রসাদ ঢালী প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন, ১৪ অক্টোবর জারিকৃত প্রজ্ঞাপন বাতিল এবং বর্তমান পে-স্কেলে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল করার জোর দাবি জানানো হয়। পাশাপািশ প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে আমলারা উপজেলা চেয়ারম্যানের পরিবর্তে ইউএনও’র ক্ষমতা বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করে বলেন, এতে সারাদেশে সামগ্রিক উন্নয়ন বাঁধাগ্রস্থ এবং সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হবে।