কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীকে নির্বাচিত হতে দেয়া হবে না — এনসিপির প্রার্থী

Slider গ্রাম বাংলা


ক্যাপশন( আজ সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার সামনে ১০ দলীয় জোট প্রার্থীর প্রেস ব্রিফিং — ছবি গ্রামবাংলানিউজ

গাজীপুর: গাজীপুর-২ ( সদর– টঙ্গী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক এডভোকেট আলী নাছের খান বলেছেন, মিডিয়া ব্ল্যাক আউট চলছে। আমাদের নিউজ না করার জন্য হুমকি দেয়া হচ্ছে। চারিদিকে অস্ত্রের ঝনঝনানী দেখছি। এই দেশে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীকে নির্বাচিত হতে দেয়া হবে না। কেউ ভোট লুটতে আসলে মাঝা ভেঙে দেব।

আজ শনিবার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় টঙ্গীতে গণসংযোগ করতে এসে টঙ্গী পূর্ব থানার সামনে সাংবাদিকদের ডেকে প্রেস ব্রিফিং করে তিনি এসব কথা বলেন।

আলী নাছের খান বলেন, ধানের শীষের প্রার্থী কাউকে প্রতিদ্বন্দ্বীই মনে করছেন না। প্রতিনিয়ত আচরণ বিধি ভাঙার অভিযোগ করে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনারিং এর ষড়যন্ত্র চলছে। আমাদের ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে। ইতোমধ্যে আমাদের এক নেতাকে গুলি করা হয়েছে। আমি নিরাপত্তা চেয়ে বাসন থানায় আবেদন করেছি। শোনা যাচ্ছে, ভোট লুট করে নিয়ে যাবে। ভোট লুট করতে আসলে মাঝা ভেঙে দেব বলে হুসিয়ারী উচ্চারণ করে এই প্রার্থী বলেন, গাজীপুর-২ সহ সারাদেশে ১০ দলীয় জেটের জোয়ার উঠেছে। মানুষ আমাদেরকে ভোট দিবে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ নানা ধরণের ষড়যন্ত্র করছেন। সকলকে ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *