ক্যাপশন( আজ শনিবার বিকেলে কালিগঞ্জের বালিগাও ফাহিম গেটে পথসভায় বক্তব্য রাখছেন গাজীপুর-
৫ ( কালিগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল হাসান — ছবি গ্রামবাংলানিউজ)
দাঁড়িপাল্লা বিজয়ী হলে ভোটাররা শিশুর মত মায়ের কোলে থাকবে– খায়রুল হাসান
গাজীপুর: গাজীপুর-৫( কালিগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান বলেছেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে ভোটাররা শিশুর মত মায়ে কোলে থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে দেশে চাঁদাবাজী, সন্ত্রাসী ও দখলবাজী থাকবে কি না।
আজ শনিবার( ২৪ জানুয়ারী) বিকেলে গাজীপুর জেলার বালিগাও মধ্যপাড়া ফাহিম গেটে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের এই প্রার্থী অভিযোগ করে বলেন, সারাদেশে ১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি দল হুমকি দিচ্ছে। ভোট নিয়ে যদি কিছু হয় তবে তাদের জবাব দিতে হবে। কালিগঞ্জে ভোট কারচুপি হলে কালিগঞ্জ সহ গাজীপুর জেলার ৫ টি আসনে এর প্রভাব পড়বে আর ওই সময় মানুষ ঘরে বসে থাকবে না। তিনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে প্রত্যাশা করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ১০ দলীয় জোটকে বিজয়ী করার আহবান জানান তিনি।
