গাজীপুর: গাজীপুর-২ (সদর- টঙ্গী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেছেন, যেখানেই যাচ্ছি সেখানেই ধানের শীষ, ৯১ সালের জোয়ার উঠেছে। তবে কাউকে দুর্বল মনে করলে চলবে না। আজ থেকে কেউ ঘরে বসে থাকবেন না। সবাইকে মাঠে কাজ করতে হবে। আমরা গাজীপুর বিএনপি ঐক্যবদ্ধ। আজ টঙ্গী থেকে প্রচারণা শুরু করলাম। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে তাহাজ্জুতের নামাজ পড়ে আমরা কেন্দ্রে যাব, আর ফলাফল নিয়ে ঘরে ফিরব। মনে রাখতে হবে, আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতেই নিরাপদ।
বেগম খালেদা জিয়ার স্মৃতি তোলে ধরে তিনি বলেন, আমার নেত্রী কি পরিমান নির্যাতিত হয়েছেন আপনারা জানেন। সকল অন্যায়ের জবাব ১২ তারিখ দিয়ে দিব আমরা।
উন্নয়নের কথা বলে তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল গাজীপুর পর্যন্ত আসবে।
আজ শুক্রবার(২৩ জানুয়ারী) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মাঠে ধানের শীষের সমর্থনে প্রথম জনসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাসক বসির উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন৷ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-২ আসনের সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, বেনজির আহমেদ টিটু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, ডক্টর সহিদউজ্জামান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রথম সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ভাট, এডভোকেট আব্দুস সালাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরাফত হোসেন, আ ক ম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানোজ্জামান শুক্কুর সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিরণ প্রমূখ।

