টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাতবোমা ও বিপুল পরিমান মাদক সহ ৩৯ জন আটক

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে সেনাবাহিনী,র‍্যাব,পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্সের যৌথ অভিযানে হাতবোমা ও বিপুল পরিমান মাদকসহ ৩৯ জন আটক।

শুক্রবার(২৩ জানুয়ারী) ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকার বিখ্যাত মাদক স্পট হাজীর মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী,র‍্যাব পুলিশ ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্ব টাস্কফোর্সের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃআবুবকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট কে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয় ।ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।

জানা গেছে,শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে টঙ্গীর হাজীর মাজার বস্তিতে অভিযান চালায়।এসময় ৩৫ জন কে আটক করে,পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি হাতবোমা,৩৪৭ পিছ ইয়াবা,প্রায় ১ কেজি পরিমান হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃশাহীন খান জানান, আজ শুক্রবার ভোর রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের সদস্যরা হাজীরমাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদক সহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *