নিরাপত্তা উপদেষ্টার স‌ঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Slider জাতীয়


বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গতকাল (বৃহস্পতিবার) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, আসন্ন নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে ড. খলিলুর রহমান নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

ঢাকা ও ওয়াশিংটন ডিসিতে মার্কিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ক্রিস্টেনসেনের বিগত দিনগুলোর অবদানের কথা স্মরণ করেন উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূতের মেয়াদে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

আলোচনায় বাণিজ্য ও অভিবাসন ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুমুখী সম্পর্কের মূল বিষয়গুলো উঠে আসে। এর মধ্যে রয়েছে:

পারস্পরিক শুল্ক চুক্তি এবং বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা।

সম্প্রতি আলোচিত ‘ভিসা বন্ড’ ইস্যুসহ অভিবাসন এবং যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন (আনডকুমেন্টেড) বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রক্রিয়া।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও প্রত্যাবাসন নিশ্চিতে সহযোগিতা।

গণতান্ত্রিক উত্তরণে সমর্থন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। বিশেষ করে আসন্ন সাধারণ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

বৈঠকে ঢাকার মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর এরিক গিলানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *