গাজীপুর: গাজীপুর-২( সদর -টঙ্গী) আসনে বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী কমিটির সভাপতি সালাউদ্দিন সরকার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আজ মঙ্গলবার(২০জানুয়ারি)বিকাল সাড়ে ৪ টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের কাছে তিনি মনোনয়ন পত্র প্রত্যাহারের কপি জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় গাজীপুর।
এদিকে মনোনয়ন পত্র প্রত্যাহার শেষে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি কে নিয়ে চা পান শেষে দিয়েছেন ঐক্যের বার্তা।
এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেন আলী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন এ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি’র যুগ্ম-মূখ্য সমন্বয়ক আলী নাছের খান।
উল্লেখ্য আজ মঙ্গলবার(২০জানুয়ারি)বিকাল ৫টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

