সামদানি হোসেন বাপ্পী,ময়মনসিংহ: সীমান্ত সুরক্ষা ও অবাধ নির্বাচন নিশ্চিতে ময়মনসিংহ সেক্টরের দৃঢ় প্রস্তুতি প্রেস ব্রিফিং মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন ময়মনসিংহ বর্ডার গার্ড বাংলাদেশ সেক্টর সদর দপ্তরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নূরুল আমিন বায়েজিদ।
সোমবার বেলা ১২ টায় ময়মনসিংহ বর্ডার গার্ড বাংলাদেশ সেক্টর সদর দপ্তর হলরুমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আন্তর্জাতিক সীমান্ত নরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচচ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ময়মনসিংহ সেন্টারের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, নিয়মিত তল্লাশি কার্যক্রম, টহল ও নিবিড় নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এর ফলে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে। বিশেষ করে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ রোধে গীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে ময়মনসিংহ সেক্টরের অধীনস্ত ব্যাটালিয়ন সমূহ কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে সর্বমোট ১৪৭ জন আসামিসহ আনুমানিক ৫৮.৪০.৪৬,২৬৬/- (মলন্ন কোটি চল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার দুইশত ছেলটি) টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে, যা সীমান্ত সুরক্ষায় বিজিবির কার্যকর ও দৃঢ় ভূমিকার প্রতিফলন।
দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাসা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের গঃ ফা ময়মনসিংহ সেক্টরের অধীনস্থ প্রতিটি ব্যাটালিয়নে ০২ (দুই) প্লাটুন বিজিবি সদস্য সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী এসব সদস্য তাৎক্ষণিকভারে মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংও সেক্টর সদরসহ অধীনস্থ ব্যাটালিয়ন সমূহের সর্বমোট ২,৫২০ জন বিজিবি সদস্যকে নির্বাচন পূর্ব বিশেষ প্রশিক্ষণ প্রদান কর হয়েছে। এ প্রশিক্ষণে আইনানুগ আচরণ, নির্বাচনী আচা গবিধি, পেশাগত দক্ষতা, জনসাধারণের সঙ্গে আচরণ, সংক মোকাবেলা এবং আন্তঃসংস্থাগত সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ফলে নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ও শান্তিপূর্ণ ভূমিকা পালনে বিজিবি সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।
নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ কর্তৃক ০৭টি জেলা যথাঃ শেরপুর, ময়মনসিংহ টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও কুড়িগ্রাম-এর ৬২টি উপজেলার সর্বমোট ৩৯টি সংসদীয় আসনে ১২ প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী শ্রীবর্দী: ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া; জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ, কুড়িগ্রাম জেলার রৌমার ও চররাজিবপুর; এবং নেত্রকোণা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর-এই ১১টি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। অপরদিকে অবশিষ্ট ৫১টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সে সমন্বিতভাবে বিজিবি দায়িত্ব পালন করবে। নির্বাচন-পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট সকল উপজেলা ও ভোটকেনে ইতোমধ্যে রেকি ও নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে উল্লেখ্য যে, নির্বাচনকালীন সমন নির্বাচনের দায়িত্বের পাশাপাশি ময়মনসিংহ সেক্টরের দায়িত্বপূর্ণ ২৪২.৫ কিঃ মিঃ আন্তর্জাতিক সীমান্তে ৪৮টি বিওপি পৃথ রূপে তাদের সীমান্ত রক্ষার মূল দায়িত্ব পূর্ণদমে পালন করবে।
৫ ময়মনসিংহ সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধে। বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের মাধ্যমে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহি হিসেবে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদানসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণে জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সর্বোচ্চ প্রস্তুত ও সতর্ক অবস্থায় থাকবে।

