গাজীপুর: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সরকারি নতুন বই উত্তোলনের সত্যতা পেয়েছে প্রাথমিক শিক্ষা অফিস ।
গত রবিবার গ্রামবাংলানিউজে সংবাদ প্রকাশের পর গাজীপুরের পূবাইলে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর গাজীপুর শিক্ষা অফিস তদন্ত শুরু করে । এ ব্যাপারে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন জানান, আমরা গত সোমবার আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজে গিয়ে দেখি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ পেয়েছি।, প্রতিষ্ঠানের প্রধান ফটক বন্ধ পেয়েছি,আমরা সরেজমিনে যা পেয়েছি তা লিখিত প্রতিবেদন জেলা শিক্ষা অফিসে জমা দিব । এ ব্যাপারে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) এম, রকিবুল হাসান,জানান এ ব্যাপারে তদন্ত চলছে , তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে । উল্লেখ্য থাকে গাজীপুর শিক্ষা অফিসের তথ্যমতে আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ১ম শ্রেণী থেকে নবম শ্রেণী প্রায় ৩০০ সেটের মতো বই উত্তোলন করেছে।

