সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

Slider ফুলজান বিবির বাংলা

দীর্ঘদিনের মহল্লাভিত্তিক বিরোধের জেরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৯টা ৫ মিনিটের দিকে সর্দারপাড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার সংঘর্ষকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ ও সংঘর্ষ চলছিল। এই বিরোধ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার আলোচনা হলেও বিষয়টি মীমাংসা হয়নি বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ওই সংঘাতের জের ধরেই সর্দারপাড়া এলাকায় সাংবাদিকের বাড়ি হওয়া এবং তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় তার বাড়িসহ আশপাশের আরও দুটি বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়ে থাকতে পারে, যেন বিষয়টি আরও আলোচিত হয়।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়ার মধ্যে মারামারি চলছে। গতকাল থানায় বসে মীমাংসা করা হয়েছিল। আমার বাসা দুই এলাকার বর্ডারে। ওদের মূল লক্ষ্য আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে।

তিনি আরও বলেন, আজকে রাতে কয়েকজন এসে দুইটা পেট্রোল নিক্ষেপ করেছে৷ সামনের আরও দুইটা বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে৷ তারা দুই মোটরসাইকেলে ছয়জন ছিল।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি বিষয়টি শুনেছি৷ থানা থেকে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *