পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

Slider বাংলার আদালত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতার মধ্যে দুটি আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০ আসনের মধ্যে আদালতের আদেশে এ দুটি আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

গত বৃহস্পতিবার রাতে আদালতের আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আজ (শুক্রবার) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, ওই আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা রয়েছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

মনোনয়নপত্র বাছাই শেষে এখন চলছে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল; যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এরপর আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে ২০ জানুয়ারি পর্যন্ত।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *