
ক্যাপশন: (আজ সোমবার টঙ্গীতে বেগম জিয়ার আত্বার শান্তুি কামনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি — ছবি কালের কন্ঠ)
গাজীপুর: গাজীপুর-২( সদর– টঙ্গী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেছেন, শত অত্যাচার নির্যাতন সহ্য করে জিয়া পরিবার দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। জিয়া পরিবার গণতন্ত্রকে বার বার ফিরিয়ে এনেছে। এই পরিবার আমাদের ছেড়ে যায় নি। তাই আগামীর নির্বাচনে আমরা ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করব আর তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনশাল্লাহ।
আজ সোমবার বেলা ৩ টায় মরহুম বেগম খালেদা জিয়ার আত্বার শান্তি কামনায় টঙ্গীতে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় জুলাই আন্দোলনে ছাত্র- জনতার দাবীর মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারুন্নের অহংকার দেশনায়ক তারেক রহমান সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। হাসিনা সরকারের নির্যাতনে জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন। আজ আমরা সকলের জন্য দোয়া করব। শোককে শক্তিতে পরিনত করে আমাদের এগিয়ে যেতে হবে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির আয়োজনে আরিচপুর এলাকায় আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুল হক সোহেল প্রধান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সভাপতি সুলতানা আক্তার কনা, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তারসহ টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কোরানখানি, আলোচনা সভা শেষ জিয়া পরিবারের জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়।
