গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত যুবদল নেতার মৃত্যু

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর মহানগরীর হাড়িনাল বাজারে আবু নাহিদ উরফে হাসান নাহিদ (৩৫) নামে এক যুবদল নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সেনানী, দুঃসময়ের রাজপথের সহযোদ্ধা গাজীপুর সদর মেট্রো থানা যুবদল নেতা আবু নাহিদ ওরফে হাসান নাহিদ সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার স্বীকার হয়েছেন। গত ২৮ ডিসেম্বর গাজীপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ডের হারিনাল বাজারে রাত ৯টা ১৫ মিনিটের সময় তার ১১ বছর বয়সি মেয়ের সামনে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরবর্তিতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় আজ সকাল ১১টা ৩০ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *