গাজীপুর: লেবার পার্টি থেকে গাজীপুর-১ আসনে এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলিয়াদী জমিদার বাড়ির উত্তরসূরি ইরাদ আহমেদ সিদ্দিকী। তার পিতা জিয়াউর রহমানের মন্ত্রী সভার একজন সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। জিয়া পরিবারের সাথে পারিবারিক সম্পর্কের কারণে মরহুম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় তিনি গরীব বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করছেন।
জানা গেছে, এমপি প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গাজীপুর-১ নির্বাচনী এলাকা সকল ইউনিয়ন পৌরসভা ও গাজীপুর সিটি করপোরেশনের আংশিক এলাকায় তিনি ক্যাম্পিং করে কম্বল বিতরণ করছেন। কালিয়াকৈর উপজেলার হাতুরিয়ার চালা, বেগমপুর,সাকাশ্বর, চাঁদপুর ও আমবাগ সহ বিভিন্ন এলাকায় প্রার্থী নিজে মাইক দিয়ে ডেকে গরীবদের এনে গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন। একটি গাড়ির সামনে মরহুম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার টানিয়ে কয়েকদিন ধরে তিনি এই মহৎ কাজটি করছেন।
চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী সভার সদস্য চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে। চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ।
জানা যায়, গাজীপুর-১ আসনের কালিয়াকৈর থেকে একাধিকবার এমপি হয়ে একবার মন্ত্রী হয়েছিলেন চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী। তিনি বিএনপির প্রতিষ্ঠা পর্যায়ে জিয়াউর রহমানের বিশ্বস্ত ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় পারিবারিক সিদ্ধান্তে পরিবারের বড় ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গাজীপুর-১ আসন থেকে লড়ছেন। বলিয়াদী জমিদার বাড়ির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে ইরাদ আহমেদ সিদ্দিকী এই নির্বাচনে অংশগ্রহণ করে বাবার ও পরিবারের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর গাজীপুর-১ আসনের লেবার পার্টির এমপি প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ভোটারদের ভোট ও দোয়া চেয়েছেন। তিনি আশা করেন, জনগন তাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে জনগনের সেবা করার সুযোগ দিবেন।


