গাজীপুর-২ আসনে বিএনপির একক প্রার্থী রনি

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুর -২(সদর– টঙ্গী) আসনে টঙ্গীর সরকার পরিবারের মনোনীত বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই আসনে ১৮ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়। ফলে ধানের শীষের প্রার্থী এম মনজুরুল করিম রনি বিদ্রোহীমুক্ত হলেন।

আজ শনিবার ( ৩ জানুয়ারী) গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন এই সিদ্ধান্ত দেন।

রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গাজীপুর- ( সদর- টঙ্গী) আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়। তারা হলেন, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সালাহ উদ্দিন সরকার, গণফ্রন্টের আতিকুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী জিত বড়ুয়া, জাতীয় পার্টির ইসরাফিল মিয়া,খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন,গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান খান, জনতার দলের মোঃ শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী তাপসী তন্ময় চৌধুরী।

মনোনয়নপত্র বাতিল হওয়ার পর গাজীপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বী ১০ প্রার্থী হলেন, বিএনপির এম মনজুরুল করিম রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ হোসেন আলী, জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) আলী নাছের খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ সরকার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো: জিয়াউল কবির, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের( মার্কসবাদী) মাসুদ রেজা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সরকার তাসলিমা আফরোজ, জাতীয় পার্টির মো: মাহবুব আলম, এবি পার্টির আব্বাস ইসলাম খান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের ( বাসদ) মো: আব্দুল কাইয়ুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *